সম্মানিত সুধী! দ্বীন ইসলাম একজন মুসলিমের আসল পুঁজি। যা ধর্মীয় শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। সকল প্রকার অন্যায় সমাজ হতে দূরীভ‚ত করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে দ্বীনী শিক্ষার বিকল্প নেই। তাই দ্বীনী শিক্ষা অর্জন করাকে সকল মুসলিমের উপর ফরয করা হয়েছে (ইবনু মাজাহ হা/২২৪)। উক্ত কর্তব্য পালনের লক্ষ্যেই ইয়াসীন আলী সালাফী মাদরাসার পথ চলা। .....